টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়নের ভূষুন্ডি রথখোলা শ্রী শ্রী রথখোলা রাধাগোবিন্দ নাট মন্দিরের জমি ও খেলার মাঠ নিয়ে দীর্ঘ দিনের বিবাদমান সৃষ্ট সমস্যার সুষ্ঠু ভাবে সমাধান করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমান।
এ নিয়ে
শনিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে ভূষুন্ডি গ্রামের দুই পক্ষসহ এলাকার গন্যমান্য ব্যক্তি, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ভূষুন্ডি রথখোলা শ্রী শ্রী রথখোলা রাধাগোবিন্দ নাট মন্দিরের জমি ও খেলার মাঠ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল এবং এ নিয়ে বেশ কয়েকটি মামলা মোকদ্দমা ছিল। উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা এবং তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে দীর্ঘ দিনের সৃষ্ট সমস্যার সমাধান করা হয়। উপজেলা পরিষদ থেকে ১০ লাখ টাকা ব্যয়ে খেলার মাঠ নির্মান করে দিবেন এবং মন্দিরের জমিতে মন্দির থাকবে। উভয় পক্ষ সমাধান মেনে নিয়েছেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা ম্যাজিষ্ট্রেট এর প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বীপ ভৌমিক, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলকসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশথ্যত//১৬ জুলাই-২০২২//