মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইরের মির্জাপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) পুরাতন বাস স্টেশন সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান।
এ সময় সাবেক পৌর মেয়র এড. বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক মো. শামীম আল মামুন, সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//