মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ মসজিদ ও মাদ্রাসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মসজিদের ইমাম এবং মাদ্রসার প্রিন্সিপালের উপর হামলার ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন নং ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহত ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই গ্রুপের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের বাইতুল আমান জামে মসজিদ এবং নুরানী হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলামকে নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে গত বুধবার (১৮ জানুয়ারি) মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম এবং প্রতিপক্ষ যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ ও তার ভাই আশরাফুলের সঙ্গে কথা কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় ইমাম সাইফুল ইসলামের চোখ, মাথা এবং শারীরের বিভিন্ন স্থানে জখম হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রিফলতলী হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মসজিদের সভাপতি মোয়াজ্জেম হোসেন, মাদ্রাসার সাধারন সম্পাদক যুবদলের নেতা সোহেল ও আহত ইমাম মুফতি সাইফুল ইসলাম অভিযোগ করেন, হামলাকারীদের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে আসাদ ও তার ভাই আশরাফুলসহ তাদের সহযোগিরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। হামলার পর বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দেওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আহত ইমাম মুফতি সাইফুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় আসাদ ও আশরাফুলসহ তাদের সহযোগিদের দায়ী করে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা তদন্ত সাপেক্ষ দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ মো. আসাদুজ্জামান আসাদ অভিযোগ করেন, মসজিদ কমিটির কতিপয় সদস্য ও ইমাম মুফতি সাইফুল ইসলামের বিরুদ্ধে সরকার উৎঘাতসহ ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার নানা অভিযোগ রয়েছে।
গত বুধবার (১৮ জানুয়ারি) বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইমামের লেকজনের হামলায় তার চাচা আলী আজগরসহ তিনিও আহত হন বলে উল্লেখ করেন। তিনি বাদী হয়ে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম, মোয়াজ্জেম, সাদ্দাম ও শাহানুরকে আসামি করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপপরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জহির বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, মসজিদের জমি ও ইমামকে নিয়ে এলাকার দুই পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post