মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
রমজানে ঈদ উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে বিনামুল্যে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিএফের চাল বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার ২৬ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেযারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নে প্রায় ১১ হাজার অসহায় ও দরিদ্র পরিবার জনপ্রতি ৩০ কেজি হারে ভিজিএফের চাল পাচ্ছেন।

Discussion about this post