টাঙ্গাইলের মির্জাপুরে কোরবানী ঈদ উপলক্ষে এলাকার দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে স্থানীয় এমপির পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ভূমি মন্ত্রনালয় সম্পকির্তত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির পক্ষ থেকে প্রতিবন্ধি, অন্ধ, বিধবা, বয়স্ক ও অসহায়দের ব্যক্তিদের মাঝে এ অর্থ প্রদান করা হয়।
মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের প্রতিবন্ধি, অন্ধ, বিধবা, বয়স্ক ও অসহায়দের মাঝে এ নগদ অর্থ তুলে দেওয়া হয়।
শুক্রবার (৮ জুলাই) খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক জানান, মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের প্রতিবন্ধি, অন্ধ, বিধবা, বয়স্ক ও অসহায়দের নগদ দুই লাখ ২৭ হাজার টাকা তুলে দিয়েছেন। খান আহমেদ শুভ এমপি ব্যক্তিগত ভাবে অসুস্থ্য থাকার কারনে তার পক্ষে অসহায়দের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, স্বেচ্ছাসেবকলীগের নেতা সিরাজ মিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা হানিফ রাজ প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//৮ জুলাই-২০২২//