নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি ৮ ইউনিয়ন পরিষদ এবং ১৬ জানুয়ারি সংসদীয় শুন্য আসন ১৩৬, টাঙ্গাইর-৭ (মির্জাপুর) উপনির্বাচন উপলক্ষে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপনির্বাচনে এমপি পদে নৌকার মনোয়ন পাওয়া টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাটিজের সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্ব করেন। উপজেরা ্ওায়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরফি মাহমুদের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ, মীর এনায়েত হোসেন মন্টু, আওয়ামীলীগ নেতা সরকার হিতেশ চন্দ্র পুলক, খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, মেজর (অব.) খন্দকার এ হাফিজ, শ্রমিকলীগ নেতা মীর দৌলত হোসেন বিদ্যুৎ, সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুবলীগ নেতা মো. মামীম আল মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আমিনুর রহমান আকন্দ ও ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম হোসেন প্রমুখ।
এদিকে বর্ধিত সভায় পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের সভাপতি -সম্পাদক উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় আগামী উপনির্বাচনে যারা দলের বিপক্ষে এবং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলের বাহিরে যারা বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

Discussion about this post