মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলেল মির্জাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকগন অংশ গ্রহন করেন।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তনের উপ পরিচালক মো. আমিনুল হক, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//