নিজস্ব প্রতিবেদক
আজ সোমবার (২৭ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুটি মাসিক সভায় আগামী ৫ জানুয়ারি ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন, ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ মির্জাপুর শুন্য আসনের উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন এবং প্রতিটি এলাকায় মাদক মুক্ত সমাজ গঠনের ঘোষনা দিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওযামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
দুটি মাসিক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর ইসলাম সিকদারসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগন।
প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, বিশেষ অতিথির বক্তৃতায় মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু ও সভাপতির বক্তৃতায় ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, কোন অন্যায়ের কাছে মাথা নত করা হবে না। আগামী ৫ জানুয়ারি মহেড়া, জামুর্কী, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, গোড়াই ও বাঁশতৈল ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং ১৬ জানুয়ারি উপনির্বাচনে সুষ্ঠু, শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভাবে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহনের ব্যবস্থা গ্রহন করা হবে। কোন পেশী শক্তির কাচে মাথা নত করা হবে না। ভোটারগন যেন নির্ভিগ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সে বিষয়ে সকল ব্যবস।তা নেওয়া হবে। এছাড়া প্রতিটি এলাকায় মাদক মুক্ত সমাজ গঠনের চেষ্টা করা হবে। মাসিক সভায় সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন জনপ্রতিনি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Discussion about this post