টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি (পকেট কমিটি) বাতিলের দাবীতে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার (১২ মার্চ) বিকেলে গোড়াই শিল্পাঞ্চলের কয়েকশত নেতাকর্মী সিবিএ নেতা ফিরোজ হায়দার খানের নের্তৃত্বে গোড়াই শিল্পাঞ্চল থেকে বিক্ষোভ মিছিলসহ উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে মির্জাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি স্বামী-স্ত্রী (পকেট কমিটি) দ্রুত বাতিল করে নতুন ভাবে আহবায়ক কমিটি গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরসহ বিএিনপির নীতিনির্ধরনী নেতাদের কাছে জোর দাবী জানানো হয়।
প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিবিএ নেতা ফিরোজ হায়দার খান, গোড়াই শিল্পাঞ্চলের যুবদলের আহবায়ক মো. আব্দুর রাজ্জাক সিদ্দিকী, যুবদল নেতা আরিফুল ইসলাম, শ্রমিক দলের নেতা শাহরিয়ার হোসেন, গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. এম এ জব্বার এবং ছাত্রদল নেতা ইকবাল হোসেন প্রমুখ। অবিলম্বে বিএনপির পকেট আহবায়ক কমিটি বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।
এ ব্যাপারে সিবিএ নেতা ফিরোজ হায়দার খান বলেন, সম্প্রতি মির্জাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর স্ত্রী ফাতেমা সিদ্দিকীকে। এছাড়া আহবায়ক কমিটিতে তার পরিবারের লোকজনসহ তার অনুসারীদের সদস্য রাখা হয়েছে। আহবায়ক কমিটিতে বিএনপির যোগ্য ও ত্যাগী কোন নেতাদের মুল্যায়ন না করে তার ইচ্ছেমত পকেট আহবায়ক কমিটি গঠন করেছেন। এই আহবায়ক কমিটি গঠন হওয়ায় মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। পকেট আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের মুল্যায়ন করে নতুন আহবায়ক কমিটি গঠনের জন্য জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে সাবেক এমপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, মির্জাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির নেতারা উপজেলা বিএনপির যোগ্য নেতাদের দিয়ে আহবায়ক কমিটি গঠন করেছেন। যারা নতুন আহবায়ক কমিটি বাতিলের জন্য বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন তারা বিএনপির প্রকৃত নেতাকর্মী নন। তারা সুবিধাবাদী। ভাল কোন কমিটি তারা চায় না।

Discussion about this post