নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় শুন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত দলীয় প্রার্থী প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির কর্মী সমাবেমেল মাধ্যমে আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর উপজেলা পৌর প্রত্যাশা কমিউিনিটি সেন্টারে কর্মী সমাবেশের আয়োজন করে উপজেলা জাতীয় পার্টি। কর্মী সমাবেশে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের জাতীয় পার্টি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি মো. আবু আহমেদের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. আবুল কাশেম, সিনিয়র সহসভাপতি মো. সিবার উদ্দিন, পৌরসভার জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট সাইদ আনোয়ার, সাধারন সম্পাদক মো. আশরাফ আহমেদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মো. শরিফুল ইসলাম সিকদার সুজন মিয়া এবং জাতীয় পার্টির নেতা মো. বাদশা সিকদার প্রমুখ।

Print Date & Time : 22 April 2025 Tuesday 2:32 pm