Print Date & Time : 21 April 2025 Monday 5:06 am

মির্জাপুরে উপনির্বাচনে খান আহমেদ শুভ বিপুল ভোটে এমপি নির্বাচিত


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় শুন্য আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী খান আহমেদ শুভ বিপুল ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। তার নিকট প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির জাপার জহিরুল ইসলাম জহির (লাঙ্গল) পেয়েছেন ১০ হাজার ৪৫ ভোট। অপর তিন প্রার্থী বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুড়ি) পেয়েছেন ১ হাজার ৪৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রী মতি রুপা রায় চৌধুরী (ডাব) পেয়েছেন ৪৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি) পেয়েছেন ২ হাজার ৪৩৬ ভোট। আজ রবিবার রাতে রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার ছিল ৩ লাখ ৪০ হাজার ৩৭৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৭৭ জন। এ বছই প্রথম ১২১ টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৫৬ কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হয়েছে। প্রথম বারের মত ইভিএম নতুন পদ্ধতিতে ভোট হওয়ায় নিরপেক্ষ ভোট গ্রহনের লক্ষে চার প্লাটুন বিজিবি, ৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, একজন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, পুলিশ, আনসার ও স্টাইকিং ফোর্স নিয়মিত কাজ করছেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক ও প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপির পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত রাতে জানান, খান আহমেদ শুভ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে প্রদকপ্রাপ্ত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুকের পুত্র। শুভ টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কায়াকরী কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ট্রাট্রিজের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক।
এদিকে খান আহমেদ শুভ বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, কৃষি মন্ত্রী ও মধুপুর আসনের এমপি ড. আব্দুর রাজ্জাক ভোলা এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জহের এমপি, মো. আতাউর রহমান এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, মো. তানবীর হাসান ছোট মনির এমপি, মো. আহসানুল ইসলাম টিটু এমপি, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওউপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, সাদারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, কুমুদিনী কল্যাণ সংস্থার এমপি রাজিব প্রসাদ সাহা, পরিচালক মিস প্রতিভা মুৎসুদ্দিসহ আওয়ামীলীগ ওএর সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ।