মীর আনোয়ার হোসেন টুটুল
আগামী ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনের উপনির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান খান আহমেদ শুভকে বিপুল ভোটে বিজয়ী করতে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ হয়েছে। আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ চত্তরের কৃষি অফিস সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সমাবেশের আয়োজন করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুকের সন্তান খান আহমেদ শুভ, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র মো. জামিলুর রহমান মিরন, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযাদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মো. মামুনুর রশিদ প্রমুখ। মুক্তিযোদ্ধা এই সমাবেশে মির্জাপুর পৌরসভার এবং ১৪ ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং আওয়ামীলগি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Discussion about this post