Print Date & Time : 14 September 2025 Sunday 5:24 am

মির্জাপুরে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৭ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত উক্ত কর্মশালাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার এবং আইসিটি শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিজা আক্তার এবং বিশেষ অতিথি ছিলেন, সমন্মিত উপবৃত্তি কর্মসুচী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপপরিচালক শ. ম. সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এইচ//