Print Date & Time : 12 September 2025 Friday 4:19 am

মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে ফলজ বৃক্ষের চারা বিতরণ


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সবুজ বনায়ন গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্তরে সকাল দশটায় বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ ও রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ খান আহমেদ শুভ এমপি। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড সুচী রানী সাহা, ওসি আবু সালেহ মাসুদ করিম, ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মো. আজাহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার । পরে বিভিণœ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা অতিথিবৃন্দ তুলে দেন।