মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মির্জাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। আজ শুক্রবার (২৮ জুলাই) শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৩ সালের জিপিএ-৫ প্রাপ্ত ১৭৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও মেডেল তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ। এ সময় বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষগন উপস্থিত ছিলেন।

Print Date & Time : 21 July 2025 Monday 6:52 pm