Print Date & Time : 28 July 2025 Monday 10:16 am

মির্জাপুরে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন, ৬ শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন শিক্ষার্থী।
শতভাগ পাস করেছে ০৬ টি শিক্ষা প্রতিষ্ঠান। শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ, ভারতেশ্বরী হোমস, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, নতুন কহেলা কলেজ, গ্রাম বাংলা বিজনেজ ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল কলেজ এবং বানিয়ারা বাবুল উলুম সিনিয়র দাখিল মাদ্রাসা।

আজ মঙ্গলবার মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী এ তথ্য জানান।

মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় ২ হাজার ৭৪১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে পাস করেছে ০১ হাজার ৭৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ থেকে ২৩ জন, রাজাবাড়ি কলেজ থেকে ১৩ জন, নতুন কহেলা কলেজ থেকে ০১ জন, ভারতেশ্বরী হোমস থেকে ২৮ এবং মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন মোট ১১৩ জন গোল্ডেনসহ জিপিএ-৫ পেয়েছে। মির্জাপুর উপজেলায় এ বছর পাসের হার ৬৫ দশমিক ২৭।

অপর দিকে বিজনেজ ম্যানেজমেন্ট থেকে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ থেকে ৭১ জন, নতুন কহেলা কলেজ থেকে ৮২ জন এবং গ্রাম বাংলা বিজনেজ ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল কলেজ থেকে ৮০ জন এবং বানিয়ারা বাবুল উলুম সিনিয়র দাখিল মাদ্রাসা থেকে ৩১ জনসহ ২৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে সবাই পাস করেছে।
এদিকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় মির্জাপুর উপজেলায় ০৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস এবং ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, এসিল্যান্ড মাসুদুর রহমান, মির্জাপুর থানার াফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।