Print Date & Time : 28 July 2025 Monday 11:47 pm

মির্জাপুরে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ২৭৭২ জন সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে ২৭৭২ জন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব শাকিলা বিনতে মতিন আজ বুধবার (১৬ আগস্ট) বিকেলে তার কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় তিনি মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পরীক্ষা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাসহ সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন। তিনি উল্লেখ করেন, আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) মির্জাপুর উপজেলার শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ, ভারতেশ^রী হোমস ও মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভোকেশনাল শাখা থেকে ৫০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছেন বলে মতবিনিময় সবায় উরেøখ করা হয়।
এ সময় মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চেীধুরী, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম শহিদ, মির্জাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সাইদী উপস্থিত ছিলেন।