একডোজ এইচপিভি টিকা দিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন এই প্রতিপাদ্যে মির্জাপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা পেয়েছেন ২০ হাজার কিশোরী।
প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ-৯ম শ্রেণী পর্যন্ত (১০-১৪ বছর) বয়সী কিশোরীরা এই টিকা পেয়েছে।
আজ রবিবার (২২ অক্টোবর) মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন, মির্জাপুর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার কিশোরীদের টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করানো হয়। মাঠ পর্যায়ে স্বাস্থ্য বিভাগের কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সহায়তায় প্রায় ২০ হাজার কিশোরী রেজিস্ট্রেশন করে। পৌরসভা এবং ১৪ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০শ ক্যাম্পেইনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কর্মীরা কিশোরীদের টিকা দিয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post