টাঙ্গাইলের মির্জাপুরে এমপি ও সচিবদের বাড়িতে যেতে এখনো লাগে সাঁকো। স্বাধীনতার ৫১ বছরেও এই সমস্য সমাধান না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচ উপজেলার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়।
সমস্য সংকুল এই জনপদের অবস্থান মির্জাপুর পজেলার নতুন কহেলায়। এই এলাকার কলেজ সংলগ্ন নাগরপাড়া নদীর উপর আজও হয়নি ব্রিজ। যার ফলে নদী পারাপারে বর্ষাকালে খেয়া আর শুকনো মৌসুমে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।
গতকাল বুধবার (২৩ মার্চ) এলাকাবাসি জানায়, অবহেলিত এই ইউনিয়নে কয়েকজন সচিব, উপসচিব, যুগ্ম সচিব, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদ সদস্যের বাড়ি। তারপরও ওই এলাকার উন্নয়ন না হওয়া নিয়ে এলাকাবাসীর রয়েছে চরম ক্ষোভ।
নতুন কহেলা কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন মো. ফারুক জানান, এই নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণ এলাকাবাসির দীর্ঘ দিনের দাবী। সে দাবী আজও বাস্তবায়ন হয়নি। ব্রিজের অভাবে মির্জাপুর, ধামরাই, সাটুরিয়া, নাগরপুর, মানিকগঞ্জ এবং ঢাকা জেলার হাজার হাজার লোকজন ঝুঁকি নিয়ে বর্ষাকালে খেয়া এবং শুকনো মৌসুমে বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে পারপার হচ্ছে। গত বছরও খেয়া নৌকা ডুবে তার কলেজের এক ছাত্রী মারা গেছেন। এর পুর্বেও নৌকা ডুবে হতাহতের ঘটনা ঘটেছে। সরাসরি যোগাযোগের অভাবে এলাকার কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।
নতুন কহেল কলেজের ছাত্রী সাদিয়া রহমান, মোমেন খান ক্ষুদ্র ব্যবসায়ী সুরুজ আল মামুন অভিযোগ করেন, ইউপি নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন এলেই রাজনৈতিক দলের নেতারা এই নদীর উপর পাকা ব্রিজ নির্মানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন। নির্বাচন যাওয়ার পর তাদের সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়ন হয় না।
এ ব্যাপারে ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম মল্লিক হুর মহল বলেন, নাগরপাড়া বাজার ও নতুন কহেলা কলেজ সংলগ্ন নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মান অতি জরুরী।
এখানে একটি পাকা ব্রিজ নির্মানের জন্য স্থানীয় প্রশাসন, ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি এবং টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুককে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আরিফুর রহমান বলেন, নতুন কহেলা কলেজ সংলগ্ন নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মানের জন্য প্রকল্প তৈরী ও অর্থ বরাদ্ধ চেয়ে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজ নির্মানের জন্য নদীর মাটি পরীক্ষাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। আশা করছি অল্প সময়ের মধ্যে অর্থ বরাদ্ধ পেলে দ্রুত সময়ের মধ্যে পাকা ব্রিজ নির্মান করা সম্ভব হবে।
এ ব্যাপারে ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি জানিয়েছেন, মির্জাপুর উপজেলার সকল অসমাপ্ত কাজের উন্নয়ন এবং উপজেলাকে ঢেলে সাজানোর জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমি কাজ করে যাচ্ছি। অচিরেই নতুন কহেলা কলেজ সংলগ্ন নদীর উপর ব্রিজ নির্মান হবে।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৪,২০২২//