মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
মির্জাপুরে এম এ সাত্তার সুপার শপ এন্ড ফার্মার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৮ মার্চ) মির্জাপুর উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাস স্টেশনের পুর্ব পাশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত এম এ সাত্তার সুপার শপ এন্ড ফার্মার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন সাবেক গণপরিষদ সদস্য ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক। উদ্বোধক ছিলেন খান আহমেদ শুভ এমপি।
মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র ও ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোশারফ হোসেন মনির সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন এম এ সাত্তার সুপার শপ এন্ড ফার্মার চেয়ারম্যান আলহাজ¦ এম. এ সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক হাবিুবর রহমান জুয়েল, মাহাবুর রহমান মিরাজ, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সহকারী কমিশনার (ভুমি) মীর্জা জুবায়ের হোসেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি লায়ন এম শিপলী সাদিক এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ।
এম এ সাত্তার সুপার শপ এন্ড ফার্মার চেয়ারম্যান আলহাজ্ব এম. এ সাত্তার বলেন, সময়ের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। এই সুপার শপে সকল ধরনের পন্য সাশ্রয়ী মুল্যে পাওয়া যাবে। ক্রেতাদের জন্য রয়েছে সুযোগ সুবিধা এবং সার্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থা।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post