Print Date & Time : 11 May 2025 Sunday 10:17 pm

মির্জাপুরে এসএসসি দাখিল পরীক্ষা কেন্দ্রে দুই পরীক্ষার্থী বহিষ্কার


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি দাখিল পরীক্ষা কেন্দ্রে দুই পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। আজ মঙ্গলবার (২ মে) মির্জাপুর উপজেলা সদরের আফাজ উদ্দিন সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই দুই শিক্ষার্থী বহিষ্কার হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, আজ মঙ্গলবার দুপুর বারটার দিকে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল উক্ত কেন্দ্র পরিদর্শনে যান। কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষা কেন্দ্রের অব্যস্থাপনার অভিযোগে কেন্দ্র সচিবকে দুই শিক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ প্রদান করেন নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। পরে কেন্দ্র সচিব মোহাম্মদ ফজলুল করিম রোল ৪০৬১৫৬ এবং ৪০৬২০১ এই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মি. প্রবীর কুমার চৌধুরী বলেন, চলতি বছর দাখিল পরীক্ষার্থী ৩১৪ জন ছিল। উপস্থিত হয়েছে ২৯৭ জন এবং অনুপস্থিত ১৭ জন। আজ মঙ্গলবার ২ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, মির্জাপুরে এসএসসি, দাখিল ও ভোকেশনাল শাখায় প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে পরীক্ষা গ্রহনের জন্য প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। অব্যবস্থাপনার কারনে আজ মঙ্গলবার দুই জন এসএসসি দাখিল পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। ।