Print Date & Time : 23 August 2025 Saturday 2:41 am

মির্জাপুরে এসিল্যান্ড মাসুদুর রহমানকে বিদায় সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাসুদুর রহমানকে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
তিনি একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, পৌরসভা, ভুমি অফিস, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিক্ষক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহসুদা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন ও প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, সিনিয়র মৎসা কর্মকর্তা ছারহা নাহিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে মাসুদুর রহমানকে ময়মনসিংহ বদলী করা হয়েছে। মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. তারেক আজিজকে।