Print Date & Time : 28 July 2025 Monday 1:16 am

মির্জাপুরে এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরে মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিরেন খান আহমেদ শুভ এমপি। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাকেন, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুর ইসলাম খান, সহকারি প্রধান শিক্ষক বাবু প্রফুল্ল কুমার সরকার প্রমুখ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ অক্টোবর  ২০২৩