Print Date & Time : 25 August 2025 Monday 2:44 am

মির্জাপুরে এস কে পাইলট স্কুলে শহীদ মিনার উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে নবনির্মিত শহীদ মিনারের উদ্ধোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নবনির্মিত শহীদ মিনারের উদ্ধোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান।

 এ সময় সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধূরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক বাবু প্রফুল্ল কুমার সরকার, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু তাহের মোল্লা ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২২,২০২২//