Print Date & Time : 12 May 2025 Monday 2:45 pm

মির্জাপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এবং উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকার শুক্রবার (২৮ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে বহুরিয়া ইউনিয়নের বুধরপাড়া বিলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বড়, ছোট ও মাঝারি সাইজের প্রতিদ্বন্ধি নৌকা এসে বিলের দুই পাড়ে ভিড় করে। নৌকা বাইচ উপলক্ষে এবং নৌকা বাইচ দেখতে সকাল থেকেই বুধিরপাড়া বিলের দুই পাশে হাজার হাজার নারী পুরুষ ভিড় জমায়। বিপুল সংখ্যক দর্শক এবং নৌকা বাইচে অংশ নিতে আসা মাল্লাদের হাক ডাকে এলাকা এক উৎসবের আমেজে পরিনত হয়। দুপুর তিনটা থেকে জোড়ায় জোড়ায় নৌকা বাইচ শুরু হয়। বাইচে তিনটি নৌকাকে যুগ্ম ভাবে প্রথম এবং তিনটি নৌকাকে যুগ্ম ভাবে দ্বিতীয় ঘোষনা করেন আয়োজক কমিটি। তিনটির নৌকার মধ্যে চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরষ্কার পেয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শেওড়াইল গ্রামের বিশাল আকৃতির মা বাবার দোয়া নামের নজরুল ইসলামের নৌকা।

আয়োজক কমিটির সদস্যগন জানান, নৌকা বাইচের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ। সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. তাহেরুল ইসলাম তাহের, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদ মিয়া ছাদু, আওয়ামীলীগ নেতা আহমেদ ইমতিয়াজ ও শেখ জসিম প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার তুরে দেন।

জা// দৈনিক দেশতথ্য// ২৯ অক্টোবর, ২০২২//