অনিয়মের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুড়ী মার্কা) ভোট শেষ হওয়ার ১৫ মিনিট আগে ভোট বর্জন করেছেন। অনিয়মের অভিযোগে তিনি রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে গোলাম নওজব পাওয়ার চৌধুরী অভিযোগ করেন, বিভিন্ন ভোট কেন্দ্রে তার এজেন্টদের ভয়ভিতি দেখিয়ে জোর পুর্বক বের করে দেওয়া হয়েছে। এছাড়া তাদের নানা ভাবে হুমকিও দেয়া হয়। বিষয়টি ভোট কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালেও তারা বিষয়টি আমলে না নিয়ে প্রতিপক্ষের দলের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন। নিরুপায় হয়ে বিকেলে তিনি ভোট বর্জন করে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে ভোট কেন্দ্রের আশপাশে স্টাইকিং ফোর্স, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন নিয়মিত কাজ করছেন। বিচ্ছিন্ন দ্ ুএকটি ঘটনা ছাড়া কোথাও কোন বড় ধরনের ঘটনা ঘটেনি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থীর অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেনে কতৃপক্ষ।
উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে মোট ভোটার ছিল তিন লাখ ৫১ হাজার ৪৩২ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৮৩ হাজার ২০৯ এবং নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ২২৩ জন। মোট কেন্দ্র ১২৭ এবং কক্ষের সংখ্যা ৭১৮।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ০৭,২০২৪//

Discussion about this post