মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
এলজিইডির অধিনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্যা-ছাওয়ালী-বাসাইল আঞ্চলিক সড়কে রাস্তার উপর অবৈধ ভাবে ভিট নির্মান করায় যানবাহন চলাচল নিয়ে বিপাকে পরেছেন এলাকাবাসি। স্থানীয় প্রভাবশালী মহল ঠিকাদারের সঙ্গে যোগসাজস করে রাস্তার উপর অবৈধ ভিট (স্পিড বেকার) নির্মান করায় ক্ষুব্দ এই রোড দিয়ে চলাচলকারী যাত্রী ও এলাকাবাসি।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) এলাকার লোকজন জানায়, কদিমধল্যা-ছাওয়ালী-বাসাইল রোডটি অত্যান্ত গুরুত্বপূর্ন। এই রোড দিয়ে মির্জাপুর ও বাসাইল উপজেলার শতশত লোকজন নিয়মিত যানবাহন নিয়ে চলাচল করে আসছে। রাস্তাটি ভাঙ্গাচোরা হওয়ায় সম্প্রতি মির্জাপুর উপজেলা প্রকৌশলী অফিস (এলজিইডির) অধিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল কদিমধল্যা-বানিয়ারা-ডোকলাহাটি বাজার পর্যন্ত দেড় কি. মি রাস্তা কার্পেটিং করা হয়। কার্পেটিং এর সময় এলাকার কিছু প্রভাবশালী মহল ঠিকাদারের সঙ্গে যোগসাজস করে নিজেদের সুবিধার জন্য যার যার বাড়ির সামনে অবৈধ ভাবে রাস্তার উপর উচু করে ভিট (স্পিড বেকার) নির্মান করেছে। উচু এই স্পিড বেকার নির্মানের ফলে যানবাহন চলাচলে মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে। বয়স্ক, শিশু ও রোগীদের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশী বলে ভুক্তভোগিরা অভিযোগ করেছেন। ভিট তুলে দেওয়ার জন্য জোর দাবি এলাকাবাসির।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, রাস্তার উপর ভিট নির্মানের জন্য সরকারী ভাবে কোন অনুমোদন নেই। এলাকার লোকজন নিজেদের সুবিধার জন্য ঠিকাদারের সঙ্গে কথা বলে অনেক সময় ভিট নির্মান করে থাকে। যদি এই রাস্তার উপর অবৈধ কোন ভিট নির্মান হয়ে থাকে জনগনের যাতে কোন সমস্যা না হয় এ বিষয়য়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post