মীর আনোয়ার হোসনে টুটুল
কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে ভোটারদের ভোট উৎসব হয়েছে। আজ বুধবার (৫ জানুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুরে আট ইউনিয়ন পরিষদদে ছিল ভোট । প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। গতকাল মঙ্গলবার নির্বাচনী মালামাল প্রেরন করা হলেও ভোট কারচুপি প্রতিরোধে আজ বুধবার (৫ জানুয়ারি) ভোর রাত থেকে সকাল আটটার মধ্যে ৮৩ কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ব্যালট পেপোর দেওয়া হয়েছিল। আজ বুধবার সকালে বেশ কয়েকটি কেন্দ্র ঘূরে দেখা গেছে প্রতিটি ভোট কেন্দ্রে চার স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্যগন দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের চৌবাড়িয়া ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মেম্বার প্রার্থী হামিদের পক্ষের সমর্থক সাবেক সেনা কর্মকর্তা মোশারফ হোসেনসহ তিনজন আহত হয়েছে। মোশারফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেম্বাররপ্রার্থী সাহিন ও তার ভাই উজ্জল এই হামলা চালায় বলে অভিযোগ করেছে প্রতিপক্ষ।
আজ বুধবার উপজেলার গোড়াই, ভাতগ্রাম, ওয়ার্শি, আনাইতারা, বানাইল ও জামুর্কি ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে পুরুষ ও নারী ভোটারদের উপস্থিতি। দেওহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোড়াই উচ্চ বিদ্যালয়, নাজিরপাড়া মীর শাহাদত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আগধল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে ভোরদের দীর্ঘ সারি। প্রতিটি কেন্দ্রেই দেখা গেছে পুরুষ ও নারী ভোটারদের উপচেপরা ভিড়।
ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আলমগীর হোসেন জানান, ২ হাজার ৫৫৬ জন ভোটারের মধ্যে নারী ভোটার ১২৩৭ এবং পুরুষ ভোটার ১৩১৯ জন। ৮০ শতাংশ ভোট পরেছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. শাজাহান মিয়া বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন হচ্ছে। ভোটারদের ব্যাপক উপস্থিতি থাকায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন হচ্ছে। এখানকার প্রার্থী ও সমর্থকগন সার্বিক সহযোগিতা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, উপজেলার মহেড়া, জামুর্কি, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, গোড়াই ও বাঁশতৈল এই আট ইউনিয়নে পঞ্চম ধাপে ভোট গ্রহন হয়েছে। আট ইউনিয়নের ৮৩ ভোট কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু, শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভাবে গ্রহনের লক্ষে ভোট গ্রহন কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্য ও ম্যাজিষ্ট্রেট এক যোগে কাজ করেছেন। দু, একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠ’ ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।
টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এস এম কামরুল হাসান বলেন, নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহন হয়েছে। কোথাও কোন সমস্যা দেখা যায়নি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এবং পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, টাঙ্গাইলের মধ্যে মির্জাপুর উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা। আট ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে ভোট ভোট গ্রহন হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

Discussion about this post