দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা
কবি গোপাল কর্মকার সাহিত্য পুরষ্কার-২০২২ উপলক্ষে কবি সমাবেশ, গুণিজন সংবর্ধনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে এপার বাংলা এবং ওপার বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা বসেছিল।
আজ শুক্রবার (২৫ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্যা গ্রামে ৩য় চক্ষু বেসরকারী সংস্থার আয়োজনে কবি কুঠিরে বেলা এগারো টায় জাতীয় সংগীত পরিবেশন এবং ২৫ মার্চ কাল রাত্রিতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন ৩য় চক্ষু বেসরকারী সংস্থা এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক কবি গোপাল কর্মকার।
অনুষ্ঠানে কবিদের মধ্যে উপস্থিত ছিলেন এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় লেখক কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক কবি মাহমুদ কামাল, বিশিষ্ট্ চর্চাপথ গবেষক এবং সরকারী সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ কবি আলীম মাহমুদ, কবি অনিক বুলবুল, কবি বাসুদেব শীল, কবি নেপাল সুত্রধর, কবি রেনু আক্তার, যুগ্ম সচিব কবি সৈয়দ নুরুল বাসির, কবি ডা. মো. রহমত উল্লাহ খান, কবি আসাদুজ্জামান বাবুল ও কবি জহিরুল ইসলাম শেলী।
অনুষ্ঠানে কবি মাহমুদ কামাল, কবি সৈয়দ নুরুল বাসির ও কবি ডা. মো. রহমত উল্লাহ খান এই তিন গুণি ব্যক্তিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
কবি গোপাল কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মধুমতি ব্যাংকের চেয়ারম্যান মো. রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন, সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধূরী রুবেল, জামুর্কি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইলিয়াজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্যে কবি মাহমুদ কামাল এবং কবি আলীম মাহমুদ বলেন, নির্ভৃত পল্লীতে বেসরকারী সংস্থা ৩য় চক্ষু এবং কবি গোপাল কর্মকারের আয়োজনে এমন একটি অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। এখানে বিভিন্ন এলাকা থেকে কবি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক কর্মীরা এসে এক মিলন মেলায় পরিনত হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//২৫ মার্চ,২০২২//