Print Date & Time : 5 July 2025 Saturday 8:05 am

মির্জাপুরে কমিটি ঘোষনার পর আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বৃহস্পতিবার (৩১ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষনার পর আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

উভয় গ্রুপে অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ২-৩ টি গাড়ি ভাংচুর হয়। চারপাশে আতংক ছড়িয়ে পরলে দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরের মুক্তির মঞ্চের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের সাবেক সভাপতি ও খান আহমেদ শুভর ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক জানান, আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড, এ. বি. এম. রিয়াজুল কবীর কাওসার, টাঙ্গাইল জেলা আওায়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক গণপরিষদ সদস্য ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিদযোদ্ধা মো. ফজলুর হমান খান ফারুক, খান আহমেদ শুভ এমপি, এড জোয়াহেরুল ইসলাম জহের এমপি, তানবীর হাসান ছোট মনির এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ।

মির্জাপুর সরকারী কলেজ মাঠে সম্মেলন শেষ করে কৃষি মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক ভোলা এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জহের মীর শরীফ মাহমুদকে সভাপতি এবং ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে সাধারন সম্পাদক ঘোষনা করে মঞ্চ ত্যাগ করেন।

উপজেলা পরিষদ চত্তরের সামনে নবনির্বাচিত কমিটির সভাপতির ভাতিজা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর পুত্র এবং টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক মীর মইন হোসেন রাজিব, অভি, সান, শামীম, নিশাত, বাহারসহ ২০-২৫ জন অস্্রধারীরা খান আহমেদ শুভ এমপির কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। হামলায় ছাত্রলীগ নেতা মেরাজ, সেতাব ও শাওনসহ ৪-৫ জন আহত হয়। ছাত্রলীগ নেতা খান আহমেদ জয়নাল ও অনিক অভিযোগ করেন সন্ত্রাসীরা সবাই মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী। পুর্ব পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।

উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি মীর শরীফ  মাহমুদের ভাতিজা ও টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক মীর মইন হোসেন রাজিব বলেন, খান আহমেদ শুভ এমপির একান্ত সহকারী সচিব ও ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক ও সাজ্জাত হোসেনের নের্তৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত ভাবে তাদের কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে। হামলায় রাজিব, একাব্বরসহ ৫-৬ জন গুরুত্র আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীরা তার ব্যক্তিগত একটি গাড়ি এবং যুবলীগের সাবেক নেতা মো. সানোয়ার হোসেনের গাড়িও ভাংচুর করে। তারা এই ঘটনার জন্য এমপি ও তার কর্মী সমর্থকদের দায়ী করেছেন।

ঘটনার পর উপজেলা পরিষদ চত্তরের আশপাশে দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বলেন, কেন্দ্রীয় নের্তৃবৃন্দ সুন্দর একটি কমিটি উপহার দিয়েছেন। দুষ্কৃতকারীরা পুর্বপরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ, ২০২২//