Print Date & Time : 10 May 2025 Saturday 4:24 am

মির্জাপুরে করোনায় স্বাস্থ্য সুরক্ষায় টিকা পাচ্ছে মাধ্যমিকের ৪৩ হাজার শিক্ষাক্ষার্থী


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ও কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী টিকা পাচ্ছে। আজ বুধবার (১২ জানুয়ারি) থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে টিকা প্রদান শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ জানান, মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ৫৪ মাধ্যমিক বিদ্যালয়, ১৪ দাখিল মাদ্রাসার প্রায় ৪৩ হাজার কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকা প্রদান শুরু হয়েছে। এর আগে উপজেলার ৯ কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে। আজ বুধবার মির্জাপুর ভারতেশ^রী হোমস, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, মির্জাপুর এস কে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কুরনী জালাল উদ্দিন উদ্দিন উচ্চ বিদ্যালয়, মহেড়া আনন্দ উচ্চ বিদ্যালয় এবং দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান, সরকারী নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা প্রদানের জন্য তাদের যতেষ্ট জনবল রয়েছে। প্রতি দিন সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেণ, সবার আগে আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করতে হবে। সেই লক্ষ নিয়ে শিক্ষা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে। টিকা প্রদানের ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসছে।