নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজের উর্মি মল্লিক নামে এক ছাত্রী আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার কুমুদিনী নার্সিং কলেজের আবাসিক রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি বরিশাল বলে জানা গেছে।
জানা গেছে, উর্মি মল্লিক কুমুদিনী নার্সিং কলেজ থেকে চলতি বছর নার্সিং এর উপর ডিপ্লোমা পাস করেছে। এখন কুমুদিনী নার্সিং কলেজ এবং কুমুদিনী হাসপাতালে চলছে তার ইন্টার্নি।
মানসিক চাপ থাকায় গতকাল শুক্রবার রাতে সে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হোস্টেলের রুমে ঘুমাতে যায়। আজ শনিবার ঘুম থেকে না উঠায় তার সহপাঠীরা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করে। উর্মি মল্লিকের আত্নহত্যার ঘটনায় কুমুদিনী নার্সিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে কুমুদিনী নার্সিং কলেজ ও কুমুদিনী হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, শারীরিক ভাবে অসুস্থ ছিল উর্মি মল্লিক। গতকাল রাত থেকে বেশি অসুস্থ হয়ে পরে। হাসপাতালে চিকিৎসার পর সে মারা যায়। লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে উিউটি অফিসার বলেন, কুমুদিনী নার্সিং কলেজ ও কুমুদিনী হাসপাতালের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।

Discussion about this post