নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে (২০০-২০২১) শিক্ষা বর্ষের নবাগত ছাত্রীদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে। আজ বুধবার (১৭ নভেম্বর) কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ডা. সৈয়দ এ. কে এম হাফিজুর রহমান মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে এ পরিচিতি অনুষ্ঠান হয়। পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর পরিচালক শ্রী মতি সাহা।
আলো আমার আলো ওগো আলায় ভুবন ভরা- রবীন্দ্র সংগীতের এই গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন উইমেন্স মেডিকেলের নবাগত ছাত্রীরা। এর পর নতুন শিক্ষা বর্ষের ছাত্রীদের একে একে ফুল ও বিভিন্ন উপটোকন দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিমের সভাপতিত্বে ও নাহিদা সুলতানা এবং ইসরাত জাহান ইতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, উইমেন্স মেডিকেল কলেজে উপাধাক্ষ ডা. অধ্যাপক নিরঞ্জন, ডেন্টাল ইউনিটের প্রধান ডা. জালাল উদ্দিন মাহমুদ, ছাত্রীদের মধ্যে ইয়াসি চোডেন তিসারিন ও অভিভাবকদের মধ্যে থমাস সরকার ও প্রধান অতিথি শ্রী মতি সাহা।

Print Date & Time : 6 July 2025 Sunday 4:17 pm