Print Date & Time : 23 April 2025 Wednesday 5:10 pm

মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালন


মীর আনোয়ার হোসেন টুটুল
হাতে হাতে মঙ্গল প্রদীপ (মোমবাতি), কেক কাটা, আনন্দ র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুক্রবার ( ১২ মে) টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক সেবিকা দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন পালিত হয়েছে। কুমুদিনী কমপ্লেক্্র এবং কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের এায়াজক ছিলেন।
সকাল সাতটায় মির্জাপুর কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কুমুদিনী বিএসসি নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিতে শিক্ষার্থীরা হাতে মঙ্গল প্রদীপ জে¦লে গাইতে থাকে আমি এক সেবিকা, সেবাই আমার ধর্ম, আগুনের পরশ মনি ছোয়াও প্রাণে এ জীবন পুর্ন কর। র‌্যালির উদ্ধোধন করেন কুমুদিনী পরিবারের সকলের বড় মা একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচালক প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি। আনন্দ র‌্যালিটি কুমুদিনী ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে কুমুদিনী হাসপাতালের লাইব্রেরী মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে কুমুদিনী হাসপাতালের মুল গেটের সামনে শিক্ষার্থীদের হাতে মঙ্গল প্রদীপ (মোমবাতি) জে¦লে শপথ বাক্য পাঠ করান কুমুদিনী নার্সিং স্কুল এন্ড বিএসসি নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার। শপথ শেষে নার্সিং স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম(অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, নার্সিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্্র হাসপাতালের রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন এবং কুমুদিনী হাসপাতালের বিভিন্ন ইউনিট নানা সাজে সজ্জিত করা হয়েছে।