টাঙ্গাইলের মির্জাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উদ্যোগে কুমুদিনী হাসপাতালে অগ্নি নির্বাপন বিষয়ক প্রতিরোধ মুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুন) বেলা এগারটার দিকে কুমুদিনী কমপ্লেক্্রর ছাত্রী হোস্টেলের মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার পুর্বে ছাত্রী হোস্টেলের নিচতলায় অডিটোরিয়ামে জনসচেতনতা মুলক আলোচনা সভায় কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ভারতেশ^রী হোমসসহ কুমুদিনী পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। অগ্নি নির্বাপন প্রতিরোধ ও জনসচেতনামুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মির্জাপুর অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম এ হালিম এবং এজিএম অনিমেশ ভৌমিক লিটন প্রমুখ। আলোচনা সভার পর কুমুদিনী ছাত্রী হোস্টেলের মাঠ প্রাঙ্গনে অগ্নি নির্বাপন বিষয়ক প্রতিরোধ মুলক মহড়া অনুষ্ঠিত হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২১,২০২২//

Discussion about this post