Print Date & Time : 23 April 2025 Wednesday 1:28 pm

মির্জাপুরে কৃষি উন্নয়নে এমপির সাথে কৃষি বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় সভা


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে কৃষির বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে এবং কৃষি উন্নয়নে এমপির সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মির্জাপুরে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা ড. সঞ্জয় কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এএসএম মোজাহিদুল ইসলাম মনির, মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাস সরকার নুপুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. উজ্জল হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় মির্জাপুর উপজেলায় কর্মরত ৪৩জন উপসহকারীসহ কৃষি অধিদপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।