মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
কৃষিই সমৃদ্ধি-এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে (১৬-১৮ মার্চ) তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস আয়োজিত উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে তিন দিন ব্যাপি আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
মেলার উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার পাল প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রান্তীক কৃষকদের মধ্যে বিনামুল্যে বিভিন্ন উপকরন বিতরন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Discussion about this post