নিজস্ব প্রতিবেদক
লিভার ক্যান্সারে আক্রান্ত রতন রবিদাস (৩৮) স্ত্রী ও দুই শিন্তান নিয়ে বাঁচতে চায়। অর্থের অভাবে দরিদ্র ও অসহায় রতন রবিদাসের যাবতীয় চিকিৎসা বন্ধ রয়েছে। বাবাকে বাঁচাতে দুই শিশু সন্তান প্রধান মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রীসহ দেশ-বিদেশের বিত্তবানদের নিকট আর্থিক সাহায়্যের আবেদন জানিয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসভার বাইমহাটি গ্রামে রতন রবিদাসের বাড়ি। পিতার নাম মৃত-খুবলাল রবিদাস এবং মাতার নাম মৃত-ভগপতি রবিদাস। গত ৬/৭ বছর ধরে রতন ক্যান্সারে আক্রান্ত।
আজ সোমবার রতন রবিদাসের স্ত্রী শেফালি রবিদাস জানায়, তার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। প্রথমে তার টিউমার এবং পরে টিউমার থেকে লিভাবে ক্যান্সার ছড়িয়ে পরে। তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় কোন কাজ কর্ম করতে পারেন না। সামান্য ভিটেবাড়ি ছিল। তাও অর্ধেক বিক্রি করে স্বামীর চিকিৎসায় ব্যায় হয়েছে। এখন চিকিৎসার অন্য কোন ব্যবস্থা নেই। অর্থ ও চিকিৎসার অভাবে স্বামী রতন রবিদাস দুই শিশু সন্তানের চোখের সামনে ধুকে ধুকে মরতে বসেছে। শিশু ছেলে অজয় (১২) ও কন্যা অর্পিতা (৩০) কে নিয়ে মানবতের জীবন যাপন করতে হচ্ছে। চিকিৎসকগন বলেছেন ৮/১০ লাখ টাকা হলেই রতনকে বাঁচানো সম্ভব। কিন্ত এত অর্থ কোথাও পাব। সামনে কঠিন অন্ধকার সময় পার করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে সিরাজগঞ্জের খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ মাইনুদ্দিন, ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম, ডা. শাকিলা জান্নাত এবং ডা. শরীফ মোহাম্মদ আকরামুল ইসলাম পরীক্ষা নিরীক্ষার পর রতন রবিদাসকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। কিন্ত অর্থের যোগার না থাকায় রতনের চিকিৎসা সম্ভব হচ্ছে বলে তার পরিবার জানায়। চিকিৎসার অভাবে অকালেই তার জীবন প্রদীপ নিভে যাচ্ছে। স্ত্রী ও দুই শিশু সন্তান তার বাবাকে বাঁচাতে প্রধান মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রীসহ দেশ বিদেশের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা, রতন রবিদাস, হিসাব নং-২১৯৯২১৩০০১৫১০, প্রাইম ব্যাংক লি. মির্জাপুর শাখা, টাঙ্গাই। মোবাইল বিকাশ নম্বর-০১৯১৫-১৭৯৮৬৮(পারসোনাল)।

Discussion about this post