মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেলে খেলতে চল এই শ্লোগান নিয়ে আজ শুক্রবার (২ জুন) টাঙ্গাইলের মির্জাপুরে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় দুঃখীরাম রাজবংশী স্মৃতি স্মরণে ক্রীকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বি
দ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ ক্রীকেট টুর্নামেন্টের আয়োজক ছিলেন।
ফাইনাল খেলায় উপজেলার উফুলকী পাকুল্যা একাদশ বনাম বাওয়ারকুমারজানি একাদশ অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন হয়েছে উফুলকী পাকুল্যা একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীল সদস্য ও মধুমতি ব্যাংকের স্পন্সর ডিরেক্টর ও ইবিএল গ্রুপের চেয়ারম্যান রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, সহকারী শিক্ষক মো. মোতালেব হোসেন, সজল কুমার মন্ডল, সঞ্জয় কুমার সাহা, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মো. মাকসুদুর রহমান খান ইউসুফজাই রেমন এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিভিৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post