মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র-নৃগোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন থেকে বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল এলাকায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির শিক্ষার্থীর মাঝে এ বাইসাইকেল এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে গায়রাবেতিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সফেক্টর মো. সাকাওয়াত হোসেন, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হেলাল দেওয়ান, ইউনিয়ন আওয়াামীলীগের সভাপতি মো. আজারুল ইসলাম আজাহার প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post