মীর আনোয়ার হোসেন টুটুল
আওয়ামীলীগ নেতার চাচার লাশ খাটিয়ায় তুলে কাঁদে লাশ নিয়ে প্রায় আধাঁ কিলোমিটার হেটে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করে মানবতা ও সমাজ সেবার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন খান আহমেদ শুভ এমপি। আজ শুক্রবার (৪ মার্চ) বাদ জুমা টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে। খান আহমেদ শুভ শুধু একজন এমপিই নন। তিনি একজন সঢল ব্যবসায়ী, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক এবং ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
আজ শুক্রবার এমপির সহকারী একান্ত সচিব মীর আসিফ অনিক জানান, উপজেলা সদরের কলেজ রোডের বাসিন্দা ও সৈয়দ টাওয়ারের মালিক সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবালের চাচা সৈয়দ তজবির আহমেদ তজু (৫৫) হঠাৎ অসুস্থ্য হয়ে মৃত্যু বরন করেন। তার এই অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ জুমা মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উপজেলা প্রশাসন, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে অন্যান্য লোকজনের সঙ্গে খান আহমেদ শুভ এমপি লাশ খাটিয়ায় তুলে নিজের কাঁদে তুলে গোরস্থানের দিকে রওয়ানা হন। লাশ কাঁদে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আশপাশের লোকজন অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন এমপির দিকে। লোকজন বলেছেন একজন এমপি কতটুকু ভাল মনের মানুষ, জনদরদী ও সমাজ সেবক হতে পারেন খান আহমেদ শুভ এমপি তার বিরল দৃষ্টান্ত ও উদাহরন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক এবং ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খান আহমেদ শুভ এমপি বলেন, জনগন আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করেছেন। আমার নির্বাচনী এলাকার প্রতিটি নাগরিককে সেবা প্রদান করাই হচ্ছে আমার মুল লক্ষ্য ও উদ্যেশ্য। দলমত নির্বিশেষ সকলের পাশে থেকে আমি কাজ করতে চাই। উল্লেখ্য যে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্তায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপির মৃত্যু জনিত কারনে গত ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে খান আহমেদ শুভ নৌকা প্রতিকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন।

Discussion about this post