অভ্যন্তরীন খাদ্যশস্য সংগ্রহ ২০২৩ এর কর্মসুচীর আওতায় টাঙ্গাইলের মির্জাপুরে সরকারী ভাবে বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২০ মে) উপজেলা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন খান আহমেদ শুভ এমপি।
এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যামল সরকার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এ এস এম মোজাহিদুল ইসলাম মনির ও আমিনুর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যামল সরকার বলেন, চলতি মৌসুমে সরকারী নির্দেশনায় মির্জাপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে এক হাজার ৮০১ মেট্রিক টন বোরো ধান, ৪৪ টাকা কেজি দরে ২৯ মেট্রিক টন চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৬৭ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।
টুটুল//দৈনিক দেশতথ্য//মে ১৯,২০২৩//