মীর আনোয়ার হোসেন টুটুল
ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের নবনির্বাচিত এমপি খান আহমেদ শুভ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা এগারটার দিকে তিনি টিকাদান কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান কার্যক্রম অব্যহৃত থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি সকল ধরনের সহযোগিতার আশ^াস দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, একাডেমি সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা, সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির এমপির সহকারী একান্ত সচিব মীর আসিফ অনিক ও ছাত্রলীগের সাবেক সাদরান সম্পাদক শলিফুল ইসলাম শরিফ উপস্থিত ছিলেন।।

Discussion about this post