মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতি ফলকে পুষ্প স্তবক অর্পন, এক মিনিট নিরবতা পালন, বিশেষ মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ রবিবার ৩রা এপ্রিল মির্জাপুরে গোড়ান-সাটিয়চড়ায় ঢাকা ও গাজীপুর জেলার বাইরে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধের ৫১ তম সম্মৃতিচারণ অনুষ্ঠান হয়েছে।
আজ রবিবার বেলা এগাটায় পাকুল্যা-সাটিয়াচড়া-গোড়ান প্রতিরোধ যুদ্ধ স্মৃতি স্মরণিকা মিলনায়তনে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ও বিশেষ অতিথি অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন। ৩ রা এপ্রিল ৭১ গ্রাম বাংলার প্রথম প্রতিরোধ যুদ্ধ স্মৃতি সংসদের সভাপতি সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এস এম বদরুল আলম ফারুক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামলিীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব ও অনুষ্ঠানের স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তাগন বলেন, ২রা এপ্রিল মুক্তিপাগল জনতা জানতে পারেন, পাকসেনারা এই রাস্তা দিয়ে গাড়িবহর নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে আসছে। গোড়ান-সাটিয়াচড়া আসামাত্র চার দিক থেকে আক্রমন শুরু হয়। এই প্রতিরোধ যুদ্ধে ২৯ জন ইপিআরসহ সাটিয়াচড়াসহ আশপাশের গ্রামের ১৫১ জন নারী পুরুষ শহীদ হন। পাকসেনারা হেলিকপ্টারযোগে আক্রমন করে মুক্তিযোদ্ধা, ইপিআর ও নিরীহ নারী পুরুষকে হত্যা করে এবং জালিয়ে পুড়িয়ে দেয় শত-শত ঘরবাড়ি। শহীদদের মধ্যে সুবেদার আব্দুল আজিজ, হাবিলদার আব্দুল খালেক, হাবিলদার খলিলুর, আব্দুল গফুর, মকবুল হোসেন, করটিয়া সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক জুমারত আলীসহ ২৯ জন ইপিআর ও ১৫১ জন শহীদ হন। ঢাকার বাইরে মির্জাপুরে এই প্রথম প্রতিরোধ যুদ্ধের স্থানে দীর্ঘ ৫১ বছরেও বদ্ধভূমি সংরক্ষন ও গণ কবরের স্থান চিহিৃত এবং নির্মান হয়নি বাউন্ডারী। সম্প্রতি টাঙ্গাইল জেলা পরিষদ একটি কমপ্লেক্্র নির্মান এবং শহীদদের নামের তালিকা দিয়ে শুধু একটি স্মৃতি ফলক নির্মান করেছেন। ৩ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার প্রথম প্রতিরোধ যুদ্ধ গোড়ান-সাটিয়াচড়ায় শহীদদের গণকবর চিহিৃত করকরণসহ স্মৃতি রক্ষার জন্য বর্তমান সরকারের নিকট এলাকাবাসি জোর দাবি
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post