মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
৮ম ধাপে আগামী ১৫ জুন টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার চুড়ান্ত টিকেট পেলেন ৬ আওয়ামীলীগ নেতা। গতকাল শুক্রবার (১৩ মে) রাতে আওয়ামীলীগের মনোয়ন বোর্ড এবং দলের সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মির্জাপুর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ২৫ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্য থেকে ৬ জনের নামের তালিকা চুড়ান্ত করে তালিকা প্রকাশ করেছেন। আজ শনিবার (১৪ মে) উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে চুড়ান্ত মনোনয়ন প্রাপ্তরা হলেন লতিফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. জাকির হোসেন, তরফপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মোল্লা, আজগানা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের সিকদার, বহুরিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও সাবেক চেয়ারম্যান মো. আবু সাইদ মিয়া (ছাদু), ভাওড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমজাদ হোসেন এবং ফতেপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রউফ মিয়া। নৌকার টিকেট পাওয়া ৬ চেয়ারম্যান প্রার্থীই জানিয়েছেন, আগামী ১৫ জুন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তারা বিজয়ী হবেন।
আজ শনিবার (১৪ মে) উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির জানান, আগামী ১৫ জুন উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ২৭ জন চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেছিলেন। ২৭ জনের মধ্যে দুই জনের নাম বাদ দিয়ে ২৫ জনের নামের তালিকা জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড এবং দলের সভানেত্রী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট পাঠানো হয়েছেলি। যাচাই বাছাই শেষে গতকাল শুক্রবার ২৫ জনের মধ্যে ৬ জনের চুড়ান্ত নৌকার মনোনয়ন দিয়ে তালিকা প্রকাশ করেছেন।
এদিকে ফতেপুর, ভাওড়া, লতিফপুর, বহুরিয়া, আজগানা ও তরফপুর ইউনিয়নে মনোনয়ন বঞ্জিত বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেছেন, দলের মধ্যে একটি প্রভাবশালী চক্র মোটা অংকের অর্থের বিনিময়ে যোগ্য ও ত্যাগী চেয়ারম্যান প্রার্থীদের নাম বাদ দিয়ে বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠিয়ে ছিলেন। যাদের নৌকার টিকেট দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে বেশীর ভাগ চেয়ারম্যানের ভরাডুবির সম্ভাবনা বেশী রয়েছে। গত ৫ জানুয়ারি নির্বাচনেও ৮ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ভিপি সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, ছয় ইউনিয়নে মধ্যে ২৫ জন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেছিলেন। তৃনমুল থেকে আসা যোগ্য, গ্রহনযোগ্য এবং ত্যাগী নেতাদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। মনোনয়ন বোর্ড এবং দলের সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যোগ্যদের চুড়ান্ত ভাবে নৌকার টিকেট দিয়েছেন। উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে। আশা করা হচ্ছে ৬ ইউনিয়নেই চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় তাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে। কমিশনের নির্দেশনায় আগামী ১৫ জুন মির্জাপুর উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Print Date & Time : 14 May 2025 Wednesday 9:43 pm