সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভাইরাল
টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি নির্বাচনে টাকা দিয়ে ভোট কিনেছেন সরকার দলীয় এক চেয়ারম্যান পদ প্রার্ী। তিনি ফতেপুর ইউনিয়ন পরিষদের নির্াচনে নৌকার প্রতিক নিয়ে মাঠে আছেন। তিনি ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। তার নাম মো. আব্দুর রউফ মিয়া। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযাগ দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন তালুকদার।
আগামী ১৫ জুন উপজেলার ফতেপুর, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, আজগানা এবং তরফপুর এই ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার লিখিত অভিযোগে জানা গেছে, মো. আব্দুর রউফ মিয়া ফতেপুর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী হলেও তিনি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি-জামাত জোট সরকারের সময় জ্বালাও পোড়াও মামলার অন্যতম আসামী। আওয়ামীলীগে অনুপ্রবেশ করে ক্ষমতার প্রভাব বিস্তার করে প্রতিপক্ষের কর্মী সমর্থক এবং ভোটারদের নানা ভাবে ভয়ভিতি দেখাচ্ছেন। নির্বাচন আচরনবিধি অমান্য করে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রকাশ্যে ভোটারদের টাকা দিয়ে ভোট কিনছেন। ভোটারদের টাকা প্রদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে অভিযোগকারী মো. হুমায়ুন তালুকদার বলেন, নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ আওয়ামীলীগে অনুপ্রবেশ করে নির্বাচন আচরনবিধি অমান্য করে প্রকাশ্যে টাকা দিয়ে ভোটারদের ভোট কিনছেন। এছাড়া তার কর্মী সমর্থকদের নানা ভাবে হুমকিও ভয়ভিতি দেখাচ্ছেন। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।
এ ব্যাপারে অভিযুক্ত ফতেপুর ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রউফ বলেন, আমি ফতেপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। প্রচারনায় গিয়ে এক প্রতিবন্ধিকে চাল ক্রয়ের জন্য অল্প কিছু টাকা দিয়েছি। তিনি প্রতিবন্ধি ভাতাও পান। আমি তার কাছে ভোট ক্রয় করিনি বলে তিনি দাবী করেন।
এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলার ফতেপুর, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, আজগানা এবং তরফপুর এই ছয় ইউনিয়নেই শেষ মুহর্তে এসে প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হওয়ার জন্য নানা কৌশলে ভোটারদের ভোট ক্রয় করছেন বলে পাল্টা-পাল্টি অভিযোগ পাওয়া গেছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ৬,২০২২//