Print Date & Time : 25 August 2025 Monday 10:17 pm

মির্জাপুরে চোরাই কাঠ ও ট্রাকসহ গ্রেফতার ২

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর থেকে সরকারি বনাঞ্চলের পাচারের সময় চোরাই গজারি কাঠ ও ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের অভিযানের খবর পেয়ে কয়েকজন চোর পালিয়ে যায়। উদ্ধারকৃত গাজারি কাঠের মুল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

আজ রবিবার (২৯ জুন) বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোকলেছুর রহমান জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে মির্জাপুর উপজেলার পাহাড়ি বনাঞ্চল বাঁশতৈল, আজগানা, লতিফপুর, তরফপুর, গায়রাবেতিল, বংশীনগর, হাটুভাঙ্গা, কুড়িপাড়াসহ বিভিণœ গজারিবন থেকে গাছ চুরি করে নিচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে গতকাল শনিবার গায়রাবেতিল এলাকায় অভিযান চালিয়ে গাজারি কাঠ ট্রাক যোগে পাচারের সময় রুবেল ও মিজানুর নামে দুই কাঠ চোরকে গ্রেফতার করা হয়। এ সময় তোফায়েল, শামীম, কাদের ও ফরিদ নামে চার কাঠ চোর পালিয়ে যায়। উদ্ধারকৃত গজারি কাঠের মুল্য প্রায় পাঁচ রাখ টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে এবং দুই কাঠ চোর রুবেল ও মিজানকে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক কাঠ চোরদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছেন।