মীর আনোয়ার হোসেন টুটুল
কুমিল্লা থেকে চোরাই পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হয়ে উত্তর বঙ্গে আসার সময় বিপুল পরিমান গাঁজার চালানসহ একটি ট্রাক আটক হয়েছে। এ সময় আন্তজেলা দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া নাসির গ্রুপ সংলগ্ন এলাকায় রাস্তা ব্যারিকেট দিয়ে ট্রাকসহ গাঁজার চালান ও ঘটনার সঙ্গে জড়িত দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানী কমান্ডারের নের্তৃতে র্যাব সদস্যগন। গ্রেফতারকৃতরা হচ্ছে সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলার কোমরপুর গ্রামের রবিউল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম (৩০) এবং একই জেলার কাঁজি গ্রামের মনসুর আলীর পুত্র রবিউল হক (৪৫)।
আজ শনিবার (১২ মার্চ) র্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানীর ডি এ ডি মো. জহির উদ্দিন জানান, কুমিল্লা থেকে একটি ট্রাকসহ বিপুল পরিমান গাঁজার চালান চোরাই পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে উত্তর বঙ্গে আসছে বলে গোপন সংবাদে তারা জানতে পারেন। র্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানী কমান্ডার (এএসপি) মো. মোস্তাফিজুর রহমানের নের্তৃত্বে একদল র্যাব সদস্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া নাসির গ্রুপ সংলগ্ন জাল পেতে ট্রাকসহ বিপুল পরিমান গাঁজার চালান আটক করে। এ সময় আন্তজেলা দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারনকৃত গাঁজার পরিমান ৬২ কেজি ৫০০শত গ্রাম এবং গাঁজার মুল্য প্রায় চার লাখ ত্রিশ হাজার টাকা। মুল হোতাদের গ্রেফতার করতে পারেনি। তাদরে গ্রেফতারে কাজ করছেন র্যাব। এ বিষয়ে র্যাব বাদী হয়ে মামলার পর আটককৃত ট্রাক, গাঁজার চালান এবং দুই মাদক কারবারীকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মুল হোতাদের ধরতে র্যাব সদস্যগন কাজ করছেন বলে ডি এ ডি জহির জানিয়েছেন।
এ ব্যাপারে র্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানী কমান্ডার (এএসপি) মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চোরাই পথে আসা গঁজার চালান, ট্রাক, এবং দুই মাদক কারবারীকে গ্রেফতারের পর মির্জাপুর থানায় সোপর্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে। তদন্ত করবেন পুলিশ। তাদের এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, র্যাব সদস্যগন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গাঁজার চালান, একটি ট্রাক ও দুই মাদক কারবারীকে গ্রেফতার করে মামলার পর থানায় হস্তান্তর করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post