Print Date & Time : 14 May 2025 Wednesday 7:07 am

মির্জাপুরে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরের পুলিশ তিনটি চোরাই মোটর সাইকেলসহ আন্তজেলা তিন মোটর সাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হচ্ছে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহ গ্রামের আহাদ আলীর ছেলে ইকবাল হোসেন (২৬),  একই জেলার মুড়ামুড়ি গ্রামের বাসুদেব দাসের ছেলে কাজল দাস (২২) এবং কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালং গ্রামের তোফায়েল আহমেদ এর ছেলে মোশারফ হোসেন (৩৫)। 

রবিবার (২৭ মার্চ) মির্জাপুর থানার এসআই মো. আবুল বাশার মোল্লা এবং এসআই মো. নাসিরুজ্জামন জানান,  গত ২৩ মার্চ শকিরুল ইসলাম ও কাজী আবির হাসান নামে দুই ব্যক্তি তিনটি মোটর সাইকেল চুরি হয়েছে বলে মামলা করেন। ওই মামালার সুত্র ধরে পুলিশ মোটর সাইকেল উদ্ধারে অভিযানে নামে। তথ্য প্রযুক্তির মাধ্যমে মির্জাপুর থানা পুলিশ জানতে পারে আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা ব্রাক্ষ্রনবাড়িয়া জেলায় অবস্থান করছে।

এরপর শুক্রবার ব্রাক্ষনবাড়িয়া জেলার বিশ^রোড এলাকার সরাইল নামক স্থানে অভিযান চালিয়ে চোরাই একটি পালসার মোটর সাইকেলসহ প্রথমে ইকবালকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি সুজুকি এবং একটি এপাসিসহ দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত কাজল দাস এবং মোশারফকে গ্রেফতার করা হয়। এদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা মোটর সাইকেল চোর চক্রের সক্রীয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, মোটর সাইকেল চোর চক্রের বিরুদ্ধে মির্জাপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদের তাদের আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//২৭ মার্চ, ২০২২//