টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির তিন দিনের ডাকা হরতাল-অবরোধ ঠেকাতে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছসেবকলীগ লাঠি মিছিল করে প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে লাঠি মিছিলটি গোড়াই শিল্পাঞ্চল এলাকা থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
পরে মির্জাপুর পৌরসভা ও গোড়াই শিল্পাঞ্চল এলাকায় প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, ছাত্রলীগ নেতা সিফাত, উৎসব, স্ব্ছোসেবকলীগ নেতা শিশির আহমেদ বিপ্লব, মনির হোসেন, উজাস, অপু ও পায়েলসহ নেত্রীবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post